ভারত- বাংলাদেশের সম্পর্ক এখন সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে পার হচ্ছে— রীভা গাঙ্গুলী দাস


নওগাঁ প্রতিনিধিঃ  ভারত- বাংলাদেশের সম্পর্ক এখন সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে পার হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস । তিনি বলেন দু-দেশের সম্পর্ক শুধু বন্ধুত্বই নয়; হৃদ্যতা পূর্ন সম্পর্কে পরিনত হয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 

 

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা গ্রামে রঘুনাথ জিউ মন্দিরে ভারত সরকারের ৫৩ লাখ টাকা অর্থায়নে নির্মিত  তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন।

এসময় রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি চন্দ্রন কুমার মৈত্রর সভাপতিত্বে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, জেলা প্রশাসক মোঃ হারুন- অর- রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন, মন্দির কমিটির সাধারন সম্পাদক সত্যন্দ্রনাথ প্রামানিকসহ প্রমুখ বক্তব্য রাখেন।