ভিয়েতনামে ভূমিধসে অন্তত ২২ সেনাসদস্য নিখোঁজ রয়েছে। রবিবার ভোরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য কোয়াং ত্রিতে এক সেনা ব্যারাকে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রবিবার সকালে ভূমিধস হয়। এতে ২২ সেনার খোঁজ মিলছে না। তারা আদৌ বেঁচে আছে কিনা তা নিশ্চিত নয়।
চলতি মাসের শুরু থেকে ভারি বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসে এরইমধ্যে দেশটির মধ্যাঞ্চলে ৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কদিন আগেই দেশটির থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি হয়। যাদের অধিকাংশই সেনাবাহিনীর সদস্য।
এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোয়াং ত্রি রাজ্যের নদীগুলোতে পানি বেড়ে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
আগামী বুধবার পর্যন্ত মধ্য ভিয়েতনামে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।