ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রির অভিযোগে আটক- ৩


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে অর্থের বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রির অভিযোগে জালিয়াতি চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে আজ দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অফিসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জনানো হয়। সংবাদ সম্মেলনে ডিবির পক্ষ থেকে জানানো হয় যে, মহানগর গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযানে অর্থের বিনিময়ে ভুয়া করোনার সার্টিফিকেট দেয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, অর্থের বিনিময়ে বিভিন্ন চাকুরীজীবীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে করোনা সার্টিফিকেট বিক্রি করা হয়।