ফয়সাল আজম অপু: ভোলাহাটে ভারত সীমান্ত অতিক্রম করে নেশাগ্রস্থ অবস্থায় এক বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনতা আটক করে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌণে ১২টার দিকে ভারত সীমান্ত পার হয়ে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের প্রায় ৩গজ পশ্চিমে একটি কার্লভাটের পাশে ৪৪ ব্যাটালিয়নের আলিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য আসাদ অস্ত্রসহ নেশাগ্রস্থ অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করেন। আটকের পর তাৎক্ষণিক তাকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চাঁনশিকারী বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৪৪ বিএসএফ ব্যাটালিয়ান ও ৫৯ ব্যাটালিয়ন পর্যায়ে বাংলাদেশ অভ্যন্তরে জামতলা নামকস্থানের ১৯৯ এর ২এস পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যা পৌণে ৬টার দিকে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।