
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কাদিরগঞ্জে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।