মহাদেবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সামসুদ্দীন ডিউ (৫৬) একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার নওহাটা মোড়ের অদূরে খোর্দ্দনারায়ণপুর নামক স্থানে। নিহত সামসুদ্দীন ডিউ পাশ্ববর্তী মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের মৃত ছয়ফদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত সামসুদ্দীন তার পরিবারের অন্যান্য সদস্যেদের সাথে শুক্রবার সকালে নওহাটা মোড়ে আতœীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় রাত ৮ টার দিকে খোর্দ্দ নারায়ণপুর কল্পনা চাউল কলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে অপর একটি ধানবাহী ট্রাক্টরের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই তার স্বজনরা সেখান থেকে তার লাশ নিয়ে চলে যায়।