মহাদেবপুরে ট্রাক-জিপ সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৪


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রামট্রাক ও জিপের সাথে সাথে মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে বালুবাহী ড্রাম ট্রাক ও উপজেলা চেয়ারম্যানের জিপের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব ভোদন, তার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, জীপের চালক সবুজ ও আনিসুর রহমান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের অবস্থা গুরুতর হওয়ায় অপরাশন শেষে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।