মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের সিএসও সদস্যদের নিয়ে ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসও কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজাদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসও কমিটির সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, সদস্য শেফালী কর্মকার, জনি, শান্তি সহায়ক মরিয়ম বেগম প্রমূখ।
আলোচনা সভায় সমাজে শান্তি প্রতিষ্ঠায় সিএসও সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন দিক আলোচনা করা হয়। আলোচনা সভায় ২৫জন সিএসও সদস্য উপস্থিত ছিলেন।