মহাদেবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুসেইন মুহাম্মদ এরশাদ, নির্বাচন কর্মকর্তা মো. আল মামুন, রাইগঁাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার, সাংবাদিক মো. আইনুল হোসেন, এম. সাখাওয়াত হোসেন প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মন্ডল, উপজেলা ভূমি অফিসের নাজির মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার জিল্লুর রহমানসহ ১০ ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা ও ভুমি উপ সহকারি কর্মকর্তারা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তরে শুরু হয়ে ভূমি অফিসে এসে শেষ হয়। উল্লেখ্য যে, এ ভূমি সেবা সপ্তাহ আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।