মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় থানার নতুন ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো: আবুল কালাম আজাদ, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি মো: আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক মো: আইনুল হোসেন, সদস্য গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো: গোলাম রসুল বাবু, সাংবাদিক আককাস আলী, বরুণ মজুমদার, কিউ এম সাঈদ টিটো প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো: রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।