আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ী মাতৃছায়া প্রি ক্যাডেট স্কুলে পাঠ সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) স্কুলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বাচ্চু সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, সমাজ সেবক মোঃ নাজমুল হক রঞ্জু মিলেটারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের পরিচালক মোঃ রফিকুল ইসলাম মন্ডল। শেষে স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।