মো: পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজশাহী মহানগরের উদ্দ্যোগে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাজতন্ত্রের পতাকা হাতে শোষণ বঞ্চনা ও বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনা সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠা লাভ করে।
জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে আজ(৩১ অক্টোবর) সোমবার বিকাল ৪ টায় গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে জাসদের বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাডঃ মজিবুল হক বকু,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি। নেতৃবৃন্দ বলেন,জাসদ সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াই করছে।বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না।
বিএনপি এই মুহুর্তে দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। বিএনপি’র আন্দোলনের নাটক একটি পরিষ্কার ষড়যন্ত্র। দেশে কোনো অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।বিএনপি-জামাত অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র করছে।জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি ও বিএনপি-জামাত-রাজাকারদের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন,বিএনপি- জামাতের আন্দোলনের মধ্যে জনজীবনের সংকট মোকাবেলার কোন যাদুর কাঠি নাই,কোন প্রস্তাবও নাই। তাঁরা মানুষের দুঃখ-কষ্ট পুঁজি করে ক্ষমতা দখলের অমানবিক অপরাজনীতি করছে। নেতৃবৃন্দ জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন,জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,জেলা সভাপতি প্রদীপ মৃধা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,জেলার সহ সভাপতি, গোলাম হায়দার,মহানগর সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,সহ সভাপতি প্রতুল কান্তি ভট্টাচার্য্য,সহ সভাপতি মো.শরিফুল ইসলাম, জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,
সহ সভাপতি আবু সফিয়ান বাবু,মহানগর সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনজুর হোসেন শিবলী,যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,
জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি,কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, মানিক কুমার সরকার,সহ সম্পাদক তানভীর হোসেন রুবেল,সহ সম্পাদক মো. পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা, যুবজোট মহানগর ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহাগ রহমান বাপ্পী,বাংলাদেশ ছাএলীগ (ন-মা) রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।