এস এ সিরাজুল ইসলাম, মান্দা(নওগাঁ)প্রতিনিধি: মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনের দ্বিতীয় পুত্র।
নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামসুজ্জোহা মন্টু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে নিজ শয়নঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৩) বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক মাত্র সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা, ইমাজ উদ্দিন প্রামাণিক।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।