মান্দায় জেলা পুলিশের অায়োজনে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতারন


মান্দা (নওগাঁ)প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া’র অায়োজনে জেলার সকল গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার তুলেদিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে মান্দা থানা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে সেমাই-চিনি, গুড়ো দুধ, আতব চালসহ বিভিন্ন সামগ্রী ঈদ উপহার হিসেবে উপজেলায় কর্মরত সকলগ্রাম পুলিশদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

এ সময় থানা চত্বরে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাফফর হোসেন, থানার পরিদর্শক তদন্ততারেকুর রহমান সরকার, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে উপজেলার ১৪ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।