মান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে পেয়াজ বীজ বিতরণ


মান্দা(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় দারিদ্র বিমচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সুফল ভোগী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেয়াজের বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টার সময় বিআরডিবি অফিসের হলরুমে ইউএনও আব্দুল হালিম এর সভাপতিত্বে ৪০ জন সুফল ভোগী প্রান্তিক কৃষকদের মাঝে এ পেয়াজ বীজ বিতরণ করা হয়।

 

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি)।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়িলা শারমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।