বলিউডের আইটেম ড্যান্সারদের মধ্যে প্রথম সারির দুটি নাম মালাইকা অরোরা ও নোরা ফতেহি। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুয়ি’ খ্যাত মালাইকা আজও তরুণদের কাছে ‘ফিটনেস আইকন’। অন্যদিকে, কানাডা থেকে বলিউডে এসে ‘দিলবার দিলবার’, ‘সাকি সাকি’র মতো নেচে নিজের অবস্থান শক্ত করেছেন নোরা।
লকডাউনের মধ্যেই মালাইকা বসেছিলেন ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ শোর বিচারকের আসনে। কিন্তু গত ৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে জানান, তার শরীরে করোনা বাসা বেঁধেছে। তারপরই ঘরবন্দী হয়ে যান তিনি। কিন্তু ইন্ডিয়াস বেস্ট ড্যান্সারের বিচারকের আসন তো আর ফাঁকা থাকবে না। সেই আসনে ‘অতিথি বিচারক’ হিসেবে বসলেন নোরা।
প্রায় এক মাস মালাইকার স্থানে কাজ করেছেন নোরা। অবশ্য এতে টিআরপি বেড়েছে এই রিয়েলিটি শোর। এখন আবার সুস্থ হয়ে ফিরছেন মালাইকা। তাই বিদায় নিতে হচ্ছে নোরাকে।
তবে গ্র্যান্ড ফিনালের দিন আবারও দেখা যাবে তরুণ এই নৃত্যশিল্পীকে। মালাইকার সঙ্গে পাশাপাশি আসনে বসবেন তিনি। অন্য দুই বিচারক টেরেন্স লুইস আর গীতা কাপুরও থাকবেন।