মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে


রাপ্র ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (২২ মে) প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সভায় অংশ নেওয়া একজনের শরীরে করোনা শনাক্ত হয়। মূলত এরপরই তার কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা আসে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া সেদিনের সভায় উপস্থিত সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারিন্টেনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। মারা গেছে ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন।-ব্রেকিংনিউজ/