মুস্তাফিজকে নিয়েই লখনৌর বিপক্ষে মাঠে চেন্নাই


মুস্তাফিজুর রহমান। ছবি : বিসিসিআই

আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিতই খেলছেন মুস্তাফিজুর রহমান। ব্যতিক্রম ঘটেনি আজও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আজ শুক্রবার (১৯ এপ্রিল) মাঠে নেমেছে চেন্নাই। মুস্তাফিজকে একাদশে নিয়েই লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনিরা।

ঘরের মাঠ একানা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে লখনৌ। চেন্নাইয়ের চার বিদেশির মধ্যে মুস্তাফিজ ছাড়া বাকি তিনজন হলেন—রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা ও মঈন আলী।

এবারের আইপিএলে মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে। এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি কোনো বাংলাদেশি, সেটি কি কখনো কারও ভাবনাতে ছিল? মুস্তাফিজ সেই কাজটিই করেছেন। চলমান আইপিএলে পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর সঙ্গে শীর্ষে আছেন তিনি।

চেন্নাইয়ে যেন নিজেকে ফিরে পেয়েছেন কাটার মাস্টার। ধোনির নেতৃত্বে আরও শানিত হচ্ছেন তিনি। আজও তার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশাই থাকবে সবার।