মেয়র লিটনকে ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা


অজয় ঘোষ, রাজশাহী: দায়িত্বগ্রহণের দুই বছরপূর্তি উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল জানিয়েছেন রাজশাহী ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি নাজমির আহম্মেদ আমান, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম সাগর, উপদেষ্টা ও রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কোরাইশি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।