মেয়র লিটনের সাথে রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


অজয় ঘোষ, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। 

 
এ সময় রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ হুমায়ন কবীর, সহ-সভাপতি মোঃ আজাদ আলী, সহ-সাধারণ সম্পাদক রাশেদ আখতার, অর্থ সম্পাদক মোঃ শফি উদ্দিন, ক্রীড়া সম্পাদক ওসমান, সদস্য আজম আলী ব্যাপারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচনে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ হুমায়ন কবীর ও মোঃ মাহবুব আলী।