মোহনপুরে অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


মোহনপুর প্রতিনিধি: রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী ও মোহনপুর উপজেলার কৃতি সন্তান ওয়াজেদের উদ্যোগে ৫০টি অসহায় দরিদ্রদের পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা করেছেন। শুক্রবার বিকাল ৪ টার দিকে মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এই সময় উপস্থিত ছিলেন বাকশিমইল ইউপি আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক আবদুল মান্নান উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। ছাত্রলীগের নেতা ওয়াজেদ বলেন,ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে শুরু থেকেই ছাত্রলীগ বিভিন্ন কার্যক্রম এর দ্বারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এ সংকট মোকাবেলা চেষ্টা করেছে। 

তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা ছাত্রলীগ বিভিন্ন কার্যক্রমের দ্বারা অনন্য স্বাক্ষর রেখেছে। ওয়াজেদ আরও বলেন, সমাজে অনেক গরীব অসহায় পরিবার রয়েছেন যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না। 

সেইসব বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। শেষে সমাজের বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।