
ওয়েবসাইটির প্রধান নির্বাহী ও নতুন উদ্যোক্ত মোঃ মাজেদুল হক (মিতুল) বলেন প্রথমে মোবাইলের স্বল্প কিছু তথ্য নিয়ে শুরু করা হয়েছিল মোবাইল বিষয়ক ওয়েবসাইট (gsmarena.com.bd) দেখতে দেখতে চার বছর পার হয়ে গেলো। আজ সেটা বাংলাদেশের জনপ্রিয় মোবাইল সাইটে পরিণত হয়েছে।
তারই ধারাবাহিকতাই মোবাইল ক্রেতাদের নতুন, নতুন ফোনের তথ্য সরবরাহ ও সুবিধা প্রদানে ভুমিকা পালন করে যাচ্ছে এবং আগামী দিনেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জিএসএমঅ্যারেনা ডট কম ডট বিডি হক হোস্ট এর একটি অঙ্গ ওয়েবসাইট।