মোহনপুরে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক প্রয়াত বাবু শ্রী রাখাল চন্দ্র দাসের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ 


মোহনপুর প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,জাতীয় অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক  বীর মুক্তিযোদ্ধা বাবু শ্রী রাখাল চন্দ্র দাসের ২১তম প্রয়াত দিবস উপলক্ষে আজ ২৩শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক কুমার  দাস(রানা),বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার (তপন),বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মোমিন শাহ্ (গাবরু),উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।