মোহনপুরে পোনা মাছের অবমুক্তকরণ উদ্ধোধন


মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলায় পোনামাছ অবমুক্তি কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরেরে রাজস্ব খাতের আওতায় গোছা আদর্শ গ্রাম পুকুর,মাখনপুর আদর্শ গ্রাম পুকুর,উপজেলা পরিষদ পুকুর, থানা চত্তর পুকুর , বিল কাটরা ও খাড়ইল বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। 

কার্যক্রমের উদ্বোধন করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, অফিসার ইনর্চাজ(ওসি) মোস্তাক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,সহকারী মৎস্য কর্মকর্তা তারিক মাসুম রেজা,ক্ষেত্র সহকারী ইয়াসিন আলী,তারিকুল হক,খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল সহ মৎস্যজীবি উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন  ।

 

এ কার্যক্রমের আওতায় নির্বাচিত জলাশয়ে ৩৩৪.৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।