মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলায় আজ মঙ্গলবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা চত্বরে শহীদদের প্রতি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,মোহনপুর থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মুক্তিযোদ্ধা সংসদ,দলিল লেখক সমিতি,মোহনপুর সরকারী কলেজ,মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে তোপধ্বনি ও কুচকাওয়াজ এবং উপজেলা হলে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড,আব্দুস সালাম,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,সহকারী কমিশনার ভুমি মিথিলা দাস,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এনামূল হক,আলমগীর মোরশেদ রন্জু,সুলতান আহম্মেদ,বিন-বিল্লাহ জাহাঙ্গীর আলম মিলন,সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।