মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুর রাজশাহী জেলার মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুত্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ, গন্যমান্যব্যক্তিবর্গ শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল । বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বক্তব্য প্রদানে বলেন, দেশের উন্নয়নে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এখন দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়তে চাই। এজন্য প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগকে সফল এবং সার্থক করতে হবে।
আর প্রতিটি কাজে চিন্তা চেতনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করতে হবে।তিনি বলেন, বতর্মান সরকার উন্নয়নের সরকার। সরকারের যে উন্নয়নের পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহবান জানান। কৃষি ও শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকারের নেয়া সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। এছাড়া মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হতে বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) জাহিদ বিন কাশেম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু, খলিলুর রহমান, আজাহারুল ইসলাম বাবলু, এমাজ উদ্দিন খান, আল আমিন বিশ্বাস,কাজিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, নুরুনবী, প্রধান শিক্ষক শহিদুল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মুত্তাকিন আলম সোহেলসহ সকল কর্মকর্তা ও কর্মচারী, মুত্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, কাউন্সিলর ইউপি সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপজেলা চত্বরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় পরির্দশন করেন।