মোহনপুরে সুইসাইড নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা


মোহনপুর প্রতিনিধি : মোহনপুরে সুইসাইড নোট লিখে রেখে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছেন। এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে সুইসাইড নোট লিখে জানিয়ে যায় সে। তার নাম বিউটি খাতুন (১৯) । সে কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার সাইদুর রহমানের মেয়ে।

তিনি দীর্ঘদিন ধরে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পূর্ব পাশ্বে সইপাড়া গ্রামের খালুর বাড়িতে থেকে মোহনপুর ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগে অর্নাস ২য় বর্ষে লেখাপড়া করতেন। তার খালুর নাম হাবিবুর রহমান।বৃহস্পতিবার সকাল ৮ দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন বিউটি আত্মহত্যার আগে নোট বুকে লিখে আত্মহত্যা করেছে। শরীরে আঘাতের কোন চিহ্ন ছিলনা, সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকার মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।পারিবারি গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।