মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত


নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে বহুলী ইউনিয়নে ডি কে বি ইউ কলেজ মাঠ প্রাঙ্গণে নব দিগন্ত উন্নয়ন ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য -৬২ সিরাজগঞ্জ -১ ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে বক্তব্যকালে এমপি জয় বলেন, জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম ছিলেন রাজপথের লড়াকু সৈনিক এবং দুঃসময়ের কান্ডারি ছিলেন আমার বাবা। আজ বেঁচে নেই।তার স্বরণে আজ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ টার মধ্যে দিয়ে প্রমাণিত হয় সত্যি কার অর্থে আপনরা প্রিয় নেতাকে ভালোবাসেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। মাদক, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টি এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, জেলা যুব লীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, সদস্য জিহাদ আল- ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, বাগবার্টী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি সেলিম রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সহ বিপুল সংখ্যাক দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় সুবর্ণ গাঁতী ফুটবল একাদশ ৩ -১ গোলে তারুন্যের জয় স্প্রোটিং ক্লাব ধীতপুর আলাল একাদশকে পরাজিত করে।