মৌটুসীর সিদ্ধান্ত


রাপ্র ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস দুই মাস ধরে বাসায় অবস্থান করছেন। করোনাভাইরাসের সংক্রমণের ফলে এতদিন ঘরবন্দি থাকা বিরক্তিকর হলে সহ্য করে আছেন তিনি।

এদিকে সরকার সাধারণ ছুটি বাতিল করে সবকিছু থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও আপাতত শুটিংয়ে ফিরছেন না মৌটুসী। তিনি বলেন, সরকারের লকডাউন শেষ হলেও আমি আপাতত নিজের লকডাউন ‘কন্টিনিউ’ করতে চাই। আরও কিছুদিন বুঝতে চাই অবস্থাটা কোন দিকে যায়। এটা আমার পরিবারের জন্য।

মৌটুসী আরও বলেন, আমি চাই না বাইরে গিয়ে পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলতে। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। আগে সেফটি তারপর কাজ।

সর্বশেষ হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি’ অবলম্বনে একটি দীর্ঘ ধারাবাহিকের শুটিং করছিলেন। নাটকটি দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মাণ হচ্ছে। এছাড়া তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপালি জ্যোৎস্না’, এজাজ মুন্নার ‘শহর আলী’ নামের ধারাবাহিকের কাজও করছিলেন মৌটুসী।