ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাপের কামড়ে শ্রী খাডু (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত খাডু ওই মহল্লার শ্রী দেবুর ছেলে।
রহনপুর পৌর কাউন্সিলর আব্দুস সালেক জানান,গত বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় শ্রী দেবুর ছেলে খাডু (৪০) নিজ ঘরে ঘুমিয়ে ছিল।
রাতের কোন এক সময় সাপ ঘরে ডুকে তাকে দংশন করে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।