মাহমুদুল হাসান(পারভেজ), গোমস্তাপুর প্রতিনিধিঃ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহমেদ হোসেন( মিছু) বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে বুধবার রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬, বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে সহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন. রহনপুর পুরাতন বাজার ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান. গোলাম মোস্তফা বিশ্বাস. রহনপুর পৌরমেয়র তারেক আহমদ. রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো নুরুল ইসলাম. অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান রহনপুর ইউপি চেয়ারম্যান সাহ আল সফি আনসারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থান দাফন করা হয়।