রাকাব-এ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পক্ষ থেকে ধানমন্ডি ৩২ এ অবস্থিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন রাকাব, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অন্য এক অনুষ্ঠানে রাকাব প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং রাজশাহী জোনের আওতাধীন রাজশাহী, গ্রেটাররোড কাজীহাটা, বিনোদপুর ও পবা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), এসইসিপি-এর পক্ষ থেকেও বঙ্গবন্ধুর ম্যূরালে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু অঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয় এবং জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে রাকাব-এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণের সন্তানদের অংগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সকল অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।