পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি দর্শকদের বেশ সাড়া পেয়েছে। রাজকুমারের এমন সফলতায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সিনেমাটির নায়ক শাকিব খান।
সোমবার (১৫ এপ্রিল) শাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে শাকিব লেখেন ‘রাজকুমার পাচ্ছে, ক্রমাগত, লক্ষ লক্ষ ভালবাসা! প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের জন্য এই সবই। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু ও ডাক্তার এজাজ প্রমুখ।
হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটি একযোগে দেশের ১২৭ সিনেমা হলে মুক্তি পেয়েছে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা শহরের হলগুলোতে দেখা যাচ্ছে ‘রাজকুমার’।