রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন


স্টাফ রিপোর্টার: আমরা উদ্যোক্তার উদ্যোগে রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র। মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কারু, হস্ত শিল্প, কসমেটিকস, গার্মেন্টস, খাবার, খেলনা সামগ্রীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রকারের ৫০টি স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আমরা উদ্যোক্তা‘র এ্যাডমিন মমতাজ আকতার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আমরা উদ্যোক্তার মডারেটর আজমীর আহমেদ মামুন, মডারেটর গোলাম রাসেল, মডারেটর ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।