রাজশাহীতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ


স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৮.৪৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৮ টি জেলার এএইচএসি পরীক্ষাথীরা অংশ নিয়েছিলো। শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৭৩ হাজার ৩০১ জন ছাত্র এবং ৬৫ হাজার ৬৬৯ ছাত্রী। আর রাজশাহী জেলায় পরীক্ষাথীর সংখ্যা ২৭ হাজার ৯১৯ জন।এদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৫২৬ জন ও ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৩৯৩ জন। রাজশাহী শিক্ষা বোডের অধীনে ৭৪৯ টি কলেজে পরীক্ষার্থীদের জন্য ২০০ টি পরীক্ষা কেন্দ্র ছিলো।

এ শিক্ষাবোর্ডে ২০২২ সালে পাশের হার ছিলো ৮১. ৬০ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৩.৫৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.৯৭ শতাং। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৪৫ এবং ছাত্রীদের জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন। এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন। ২০২২ সালে ছিলো ১৭ হাজার৫৭৯ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৮.২৯ শতাংশ। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৩৭টি যা ২০২২ সালে ছিলো ৩১টি।