রাজশাহীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীর দণ্ড


নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাস পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারেন সে জন্য রাজশাহীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে মহানগরীর খড়খড়ে বাইপাস বাজার, আমচত্বর মাছের আড়ৎ, ঢালুর মোড় মাছের আড়ৎ ও কোর্ট স্টেশন বাজারে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারীর অভিযান চলে। এতে সহযোগিতা করেন সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ও রুবেল আহমেদ। বাজার মনিটরিংয়ের সময় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, খড়খড়ে বাইপাস বাজারে বেশি দামে আদা বিক্রির অপরাধে সাজ্জাদ আদার দোকানকে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা ও মর্তুজা আদা ঘরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় আমিরুল মাংসের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে সহায়তা করে। এ দিন দুটি পয়েন্টে টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রিও মনিটরিং করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।