রাজশাহীতে হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন কসবা এলাকায় রবিবার (২০ মার্চ ২০২২) দুপুরে অপারেশন পরিচালনা করে (১) হেরোইন-৫৪৫ গ্রাম, (২) মোবাইল-০১টি, (৩) সীমকার্ড-০১টি উদ্ধার করেন এবং আসামী মোঃ রকি ইসলাম (২০), পিতা-মোঃ আনিছুর রহমান, সাং-বাজিতপুর, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর‘কে গ্রেফতার করা হয়।

‌‌র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন কসবা এলাকাস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ০১জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। বিষয়টি জানা মাত্রই রবিবার (২০ মার্চ ২০২২) দুপুরে ঘটনাস্থল রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন কসবা এলাকাস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পার্শ্বে জনৈক মোঃ শহিদুল ইসলাম এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।