স্টাফ রিপোর্টার: জনমনে স্বস্তি আনো দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করো এই স্লোগান কে সামনে রেখে ১২ দফা দাবি নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত পালিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানার উদ্যোগে শহীদ জামিল স্মৃতি সংসদ চত্বর থেকে হড়গ্রাম বাজার হয়ে দিগন্ত প্রসারের মোড়ে এসে শেষ হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ব মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল মহানগর সদস্য সীতানাত বনিক জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন, পার্টি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি শামীম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু,
কাশিয়াডাঙ্গা থানার সম্পাদক মন্ডলী সদস্য আদিলুজ্জামান আদিল, সাহারুল ইসলাম টিয়া, ১ নং ওয়ার্ড পার্টি নেতা মিজান উদ্দিন, খোরশেদ আলম,২ নং ওয?ার্ডের সাধারণ সম্পাদক আকবর আলী লালু, কাশিয়াডাঙ্গা থানা সদস্য আলাউদ্দিন, যুব মৈত্রী মহানগর নেতা আরিফ হোসেন, ৩ নং ওয?ার্ড সম্পাদক মন্ডলী সদস্য জাবেদ আলী, ৭ নং ওয়ার্ড পার্টির নেতা সিরাজ হোসেন, ২নং ওয়ার্ড পার্টির নেতা সাকের আলী।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে বক্তাগণ বলেন একই কর্মসূচি ৭টি থানাতে আমরা পালিত করবো এবং পাশাপাশি আগামী ১৯ মার্চ ২০২৪ রাজশাহীর মহানগরের উদ্যোগে জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হবে।