এএস সুমন, স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন রাজশাহী গোদাগাড়ি উপজেলার অধ্যাপক আবদুল খালেক । বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন।
গত ১০ রাজশাহী শহরের “ভিক্টোরিয়া কনভেনশন হল” রুমে রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন রাজশাহী জেলা পূর্ব ও পশ্চিমের সকল নারী ও পুরুষ (সদস্য) রুকন। প্রত্যেক ভোটে অধ্যাপক আবদুল খালেক জেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন।