আকাশ ঘোষ : রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাতে রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানায় ৪ জন, তানোর থানায় ৩ জন, বাগমারা থানায় ২ জন, বাঘা থানায় ২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ নবাব আলী ওরফে জুয়েল ওরফে দুলাল (৪০) কে ৪৫পিচ ইয়াবাসহ আটক করে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।