প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী পরিষদ কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রকে জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী পরিষদ কমিটির সভাপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রাসেল জামান, নির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম সাইদুর, মোঃ শামসুজ্জামান রতন, মোঃ আবু হানিফ, সাধারণ পরিষদের সদস্য কে.এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মোঃ মনিরুল ইসলাম শিপলু, মোঃ শ্যামল পারভেজ শিমুল এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার সহ আরো অনেকে।