রাজশাহী প্রেসক্লাব-জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের কর্মসূচি


প্রেসবিজ্ঞপ্তি :  ‘আমাদের নেই ভয়, করোনাকে করব জয়। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। জনে জনে জনতা, গড়ে তোলো একতা’ এসব স্লোগানে করোনার সম্মুখসারির যোদ্ধাদের উৎসাহিত করতে গণতালী কর্মসূচী অব্যহত রেখেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে প্রতি সপ্তাহের চলমান এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন- স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, করোনা জয়ী সাংবাদিক আমানুল্লাহ আমান, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, কোষাধ্যক্ষ কাজী হান্নান তংকু, সদস্য মো. শরিফ উদ্দিন, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাগর নোমানী প্রমুখ।

গণতালী কর্মসূচী শেষে উৎসাহ প্রদানে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এদিনের কর্মসূচী সমাপ্ত করা হয়।