রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৮


নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভের রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ৩ জন, রাজপাড়া থানায় ১ জন, চন্দ্রিমা থানায় ২ জন, মতিহার থানায় ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানায় মোঃ শিমুল (২২)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আনার (২২)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ মোঃ তসলিম উদ্দিন (৫৫)কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।