রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪


নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা মোঃ অনিক (২০)কে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ও ডিবি পুলিশ মোঃ রবিউল ইসলাম (৩৫) কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।