রাজশাহী সদর ২ আসনে জাসদের মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ শিবলী


স্টাফ রিপোর্টার: আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে দলীয় প্রার্থী হিসেবে রাজশাহী ৫৩ সদর ২ আসনের জাসদ রাজশাহী মহানগর সভাপতি,রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জিএস আব্দুল্লাহ আল মাসুদ শিবলীকে মনোনীত করেছে।

শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা পড়ে শোনান দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি,সাধারণ সম্পাদক শিরনী আখতার এমপি,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান,মো.আনোয়ারুল হক ও মোহম্মদ মহসীন সহ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।