রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার ওসির ব্যক্তিগত উদ্দ্যোগে দফাদার ও গ্রাম পুলিশের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে উপজেলার দফাদার ও গ্রাম পুলিশের মাঝে এসব বিতরণ করা হয়।
সোমবার দুপুরে রাণীনগর থানা প্রঙ্গনে এসব সুরক্ষা সামগ্রী নিজ হাতে বিতরণ করেন রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক। এদিন রাণীনগর উপজেলার ৬৫ জন দফাদার ও গ্রাম পুলিশের মাঝে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, করোনা ভাইরাসের মধ্যে রাণীনগর উপজেলার দফাদার ও গ্রাম পুলিশরা থানা পুলিশকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে। সরকারের পাশাপাশি আমিও তাদের মাঝে একটু সহযোগীর হাত বাড়িয়েছি।