রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া নিষিদ্ধ


রাপ্র ডেস্ক: সারা দেশে চলমান মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে টানা ষষ্ঠ দফায় আরও ১১ দিন ছুটি বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শর্তসাপেক্ষে আগামীকাল ৬ মে থেকে এ ছুটি চলবে ১৬ মে পর্যন্ত।

এদিকে ছুটি চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাসাবাড়ির বাইরে বের না হতে জনসাধারণকে নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৪ মে) ১০টি শর্ত দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওই প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

প্রজ্ঞাপনে প্রথম শর্তেই বলা হয়, ছুটি চলাকালীন এক উপজেলা বা এক জেলা থেকে অন্য উপজেলা বা জেলায় যাওয়া যাবে না। সাধারণ ছুটিকালীন কোনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের ৩ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট চালু রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিং মলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। দোকানপাট এবং শপিং মলগুলো আবশ্যিকভাবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই প্রতিদিন ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ১০ হাজার ১৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮২ জন, সুস্থ হয়েছেন ১২০৯ জন। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন।