রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যার তৈরিতে আর্থিক অনিয়ম,শর্তের বেড়াজালে অতিরিক্ত অর্থ বরাদ্দ ও পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে।
২৯ লাখ টাকার সফটওয়্যার নির্মাণের কাজে আরও ১৫ লাখ টাকা বাড়িয়ে ৪৫ লাখ টাকায় দেন ADDIE soft Ltd কোম্পানিকে কাজ দেন। যেখানে ২৯ লাখ টাকায় Softbd কোম্পানিকে দিয়ে এ কাজ করা সম্ভব বলে জানা গেছে। এদিকে ADDIE soft Ltd কোম্পানির থেকে Softbd কোম্পানি অনেক উন্নতমানের কাজ করেন বলে অভিজ্ঞ আইটি কোম্পানিগুলো থেকে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ই আগস্টের পর যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী শিক্ষকরা এক এক করে পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির পদ শূন্য থাকায় ক্যাম্পাসে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। এদিকে এমন অচলাবস্থার মধ্যেও অতি গোপনে ১১আগস্ট বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক রুমে ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যার প্রস্তুতির বিষয়ে এক মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে স্বল্পমূল্যের হায়ার র্যাংকিংয়ের কোম্পানিকে বাদ দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী উচ্চমূল্যের অখ্যাত কোম্পানিকে কাজ পাইয়ে দেন কমিটির সদস্যরা। এ কমিটির সভাপতি ছিলেন প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.বিমল কুমার প্রামাণিক।
কোম্পানি সূত্রে জানা যায়, তিনটি কোম্পানির কাছ থেকে দরপত্র আহবান করেন হল ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যার প্রস্তুত কমিটি। সেখানে তিনটি কোম্পানি সাড়া দিলেও স্বল্পমূল্য চাওয়া দুটি কোম্পানিকে শর্তের বেড়াজালে ফেলে বাদ দেন কমিটির সদস্যরা। এদিকে ২৯ লাখ টাকার কাজ ৪৫ লাখ টাকায় পান ADDIE Soft Ltd কোম্পানি। এদিকে ADDIE Soft Ltd. কোম্পানির থেকে র্যাংকিংয়ে এগিয়ে আছেন Softbd কোম্পানি।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.বিমল কুমার প্রামাণিক বলেন, এ সিদ্ধান্তটি অনেক আগের, এর মাঝে অনেক সিদ্ধান্ত হয়েছে। ফলে ফাইল না দেখে আমি কিছুই বলতে পারবো না। আপনি আইসিটি সেন্টারের পরিচালকের কাছে খোঁজ নেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আমি কিছুদিন আগে আইসিটি সেন্টারের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছি ফলে আগের বিষয়ে আমি অবগত না। ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় কয়েকদিন পর গিয়ে যোগাযোগ করতে বলেন তিনি।