রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ হবিবুর রহমান হল মাঠে আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করেন তাঁরা। নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী ১০ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়। আসাদুল্লাহ গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয়