রাবিতে সিলেকশন পদ্ধতি রেখেই সেকেন্ড টাইম চালু


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১বর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি রেখেই এ বছরের জন্য ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে। তবে এবছর চূড়ান্ত ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে পূর্বের চেয়ে ২৭  হাজার বেশি শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
আজ বৃহস্পতিবার ১১টায় বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
সভার সিদ্ধান্ত অনুযায়ি, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবি ভর্তি পরীক্ষায় চুড়ান্ত আবেদন করতে পারবে ৭২ হাজার শিক্ষার্থী। যা গতবছর ছিল ৪৫ হাজার। ফলে এবছর বাড়ানো হয়েছে ২৭ হাজার চুড়ান্ত আবেদন। এছাড়া ভর্তি পরীক্ষার প্রতি ইউনিটে থাকছে ৪টি শিফট। যা পূর্বে ছিল ৩টি।
সিদ্ধান্ত অনুযায়ি, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ২৭ জুলাই। যেখানে প্রাথমিক আবেদন শুরু ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত এবং চুড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন থেকে ২৮ জুন।